লাইভ উইথ ন্যান্সি

ইত্তেফাক প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ০২:৫১

এদেশে আধুনিক গানে এই প্রজন্মের সবচেয়ে ইউনিক ভয়েসের অধিকারী শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন নিয়মিতই গান উপহার দিচ্ছেন। একইসঙ্গে স্টেজ অডিও গানের পাশাপাশি তার সরব উপস্থিতি তার ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। দেশ-বিদেশে স্টেজ শো করেছেন গত কয়েকমাস। তবে বর্তমানে করোনা আতঙ্কে একাধিক স্টেজ শো বাতিল হওয়ার ধারাবাহিকতায় ন্যান্সিরও বেশকিছু কনসার্ট বাতিল হয়েছে। ন্যান্সি বলেন, ‘আমাদের এখন আরও সচেতন থাকা উচিত। চারদিকে যে খবরগুলো শুনছি সত্যিই আঁতকে উঠতে হয়। তাই এই সময়টাই রেকর্ডিংয়ে মনোযোগ দিচ্ছি।’ তবে ন্যান্সি ভক্তদের জন্য দারুণ খবর হলো প্রথমবারের মতো রেডিও জকি হিসেবে আসছেন তিনি। সম্প্রতি ক্যাপিটাল এফএম-এর সঙ্গে ২ বছরের জন্য আরজে হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। আরও পড়ুন: করোনার চিকিত্সায় পুরোনো ওষুধে সাফল্য! উল্লেখ্য, এর আগেও একাধিক কণ্ঠশিল্পী এফএম স্টেশনে আরজে হিসেবে চুক্তি গড়েছেন। একাধিক শো উপস্থাপনা করেছেন। তবে এই প্রথম ন্যান্সি আরজে হিসেবে হাজির হবেন। সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা থেকে ১১টা অবধি ২ ঘণ্টা চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘লাইভ উইথ ন্যান্সি’। ন্যান্সি বলেন, ‘এটা কাকতালীয়ই বলবো। ক্যাপিটাল এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম ভাই প্রস্তাব দেওয়াতে রাজি হয়ে যাই। আমি যদিও কথা বলতে পারি কম। কিন্তু আবার মনে হলো একটু নতুনভাবেই ভাবি না কেন নিজেকে নিয়ে। তাই রাজি হলাম। এছাড়া আমি সাধারণত খুব কমই আসি ফেসবুক লাইভে। কিন্তু আমার শ্রোতা-দর্শকরা খুব করে চায় যেন আমি নিয়মিত আসি। সেটাও আমি মনে করি আমার এই লাইভ অনুষ্ঠান দিয়ে পূরণ করা যাবে। কারণ এটি একইসঙ্গে ডিজিটাল প্লাটফর্মেও লাইভ দেখা যাবে। আশা করছি শ্রোতা ও আমার অতিথির সঙ্গে দারুণ কিছু সময় কাটবে প্রতি সপ্তাহে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও