You have reached your daily news limit

Please log in to continue


আগরতলা নিয়ে সিনেমা বানাবো

চলচ্চিত্র পরিচালক, বিজ্ঞাপন ও নাট্যনির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ তথা ‘নাঈমার রঙ’-এর প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে অনেক আগে। এরপর থেকেই সিনেমাটির অপেক্ষায় আছেন অনেকেই। তিনি ইত্তেফাককে জানিয়েছেন, এটি শুধুই ইংরেজি ভাষার সিনেমা। বাংলা সাবটাইটেল বা ডাবিং করা হবে না। তবে তার ইচ্ছে বেশকিছু বাংলা সিনেমা বানানো। এছাড়াও নানা প্রসঙ্গে তিনি অকপটে বলেছেন। সাক্ষাত্কার নিয়েছেন তানভীর তারেক। বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক হচ্ছে। এরমধ্যে অনেককে বিভিন্ন চরিত্রের জন্য নেওয়া হচ্ছে। ছবিটি প্রসঙ্গে আপনার প্রত্যাশা শুনতে চাই— বঙ্গবন্ধুকে নিয়ে দুটি সিনেমা হচ্ছে। একটি বানাচ্ছেন রিচি মেহতা, আরেকটি শ্যাম বেনেগাল। রিচি মেহতার সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। এর আগে তার ‘দিল্লি ক্রাইম’ সিরিজটা দেখেছি। তিনি এবং তার যে টিম, ভেরি ট্যালেন্টেড। আমি বিশ্বাস করি এটা খুবই আন্তর্জাতিকমানের একটা সিনেমা হবে। শ্যাম বেনেগালের ছবিটা কেমন হবে ঠিক বলতে পারি না। নিশ্চয়ই তিনি অনেক অভিজ্ঞ একজন পরিচালক। তবে অনেক বছর ধরেই তো তার সিনেমা আমরা দেখিনি, যেটা আমাকে এক্সাইটেড করবে। এবার আপনার সিনেমা প্রসঙ্গে আসি। আয়নাবাজির পর দীর্ঘ বিরতি নিয়ে রিকশা গার্ল। এত লম্বা বিরতি কী কারণে? আয়নাবাজির আয়-ব্যয়ের হিসেব তো অনেকবার বলেছি। পুরো ধসে গিয়েছিলাম। তিনতলা অফিস একতলায় গিয়ে নেমেছে! ৬ মাস কোনো কাজ করতে পারিনি। ৫০ লাখ টাকার লোনে পড়েছি। এরপর আর বানাতে চাইনি। তবে রিকশা গার্ল অনেক আগে কথা দেওয়া একটা কাজ। রিকশা গার্ল নিয়ে একটু বলুন— ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। মূল চরিত্রে অভিনয় করেছে নভেরা রহমান। খুব ট্যালেন্টড, আমি তার অভিনয়ে বেশ সন্তুষ্ট। রিকশা গার্ল অন্য সিনেমা থেকে কতটা আলাদা? আলাদা হয়তো না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন