আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত: ফেসবুকে কুড়িগ্রাম ডিসি
কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে গভীর রাতে ঘর থেকে ডিসি কার্যালয়ে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগে সদ্য প্রত্যাহার হওয়া কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন নিজেকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত বলে জানিয়েছেন। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের বাড়িতে মধ্যরাতে হানা এবং তাকে নির্যাতনের ঘটনায় নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। কুড়িগ্রাম থেকে চলে যাওয়ার আগে তিনি নিজের ফেসবুকে কুড়িগ্রামবাসী, মিডিয়া ব্যক্তিত্ব, সহকর্মী ও সুধীজনদের উদ্দেশে স্ট্যাটাস দিয়ে এ দাবি করেন। ওই স্ট্যাটাসে কুড়িগ্রামে থাকাকালীন নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে নিজের ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চান সুলতানা পারভীন। এ দিকে অভিযুক্ত সুলতানা পারভীনের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জামিনে মুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলামকে ফোন দিয়েছিলেন সুলতানা পারভীন। নিজেকে রক্ষায় মিডিয়ার সামনে আরিফকে কথা না বলার জন্য অনুরোধও করেছিলেন তিনি। আরিফের সঙ্গে ডিসি সুলতানার কথোপকথনের ওই অডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।