নিয়ম মেনে ব্যবহার করতে হবে মাকসুদের গান ‘মেলায় যাই রে’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মার্চ ২০২০, ১৮:১৪
বাঙালির প্রাণের উৎসব- পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ। আর এ উৎসবের অন্যতম সেরা অনুষঙ্গ মাকসুদুল হক’র গান ‘মেলায় যাই রে’। দীর্ঘ ৩০ বছর ধরে বাঙালি হৃদয়কে আনন্দে-সানন্দে মাতোয়ারা করে আসছে বৈশাখী মেলা নিয়ে তৈরি বিশেষ এ গান। তবে গানটি যথাযথভাবে ব্যবহারে অনিয়ম, অস্বচ্ছতা ও অনৈতিকতা অবলম্বন করায় দেরিতে হলেও আইনী ব্যবস্থা করেছেন গানটির শিল্পী, ব্যান্ডতারকা-সংগীত গবেষক মাকসুদ। আর এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন নিজের ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে। সেখানে তিনি জানান, ‘মেলায় যাইরে’ গানটির আইনানুগ কপিরাইটের সম্পূর্ণ অধিকারী আমি মাকসুদুল হক।
- ট্যাগ:
- বিনোদন
- মেলায় যাইরে
- মাকসুদুল হক
- ঢাকা