ইবেতে গোপন তথ্যসহ সামরিক বাহিনীর ল্যাপটপ বিক্রি!

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৭ মার্চ ২০২০, ১৭:১১

ল্যাপটপে আকাশ থেকে চালানো হামলা ঠেকানোর মিসাইল সিস্টেম ‘লেফ্লাসিস ওৎসেলট’ ধ্বংসের নির্দেশনা পাওয়া গেছে৷ জার্মান সামরিক বাহিনী ২০০১ সালে লেফ্লাসিস ওৎসেলটের ব্যবহার শুরু করে৷ এখনও সেটি ব্যবহৃত হচ্ছে৷ কম্পিউটারের নিরাপত্তা নিয়ে কাজ করা জার্মান সফটওয়্যার কোম্পানি ‘জি ডাটা’র কর্মীরা ল্যাপটপটি কিনেছিলেন৷ জার্মান গণমাধ্যম ‘ডেয়ার স্পিগেল’ প্রথম এই খবর প্রকাশ করে৷ জি ডাটা কোম্পানির নিরাপত্তা বিশেষজ্ঞ টিম ব্যার্গহোফ ডয়চে ভেলেকে বলেন, ল্যাপটপে ঢুকতে উইন্ডোজ পাসওয়ার্ডের প্রয়োজন পড়েনি৷ আর গোপন তথ্যের যে ফাইল, তাতে এমন পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল, যা সহজেই অনুমান করা যায়৷ ফলে সংশ্লিষ্ট ফাইলে সহজে ঢোকা গেছে৷ একটি রিসাইক্লিং কোম্পানি ল্যাপটপটি বিক্রি করেছিল৷ জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেয়ার স্পিগেলকে জানিয়েছে, বিক্রির আগে ল্যাপটপের সব তথ্য মোছার দায়িত্ব ছিল ঐ রিসাইক্লিং কোম্পানির৷ ‘‘রিসাইক্লিংয়ের সময় কোনো ভুল হয়েছিল বলে ধারণা করা যায়,’’ বলে ডেয়ার স্পিগেলকে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র৷ ল্যাপটপে পাওয়া তথ্য সম্ভাব্য শত্রুদের জরুরি কোনো তথ্য দেয়নি বলেও মন্তব্য করেন তিনি৷ ২০১৯ সালে একজন বন কর্মকর্তা জার্মানির বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের আয়োজিত নিলাম থেকে চারটি ল্যাপটপ কিনেছিলেন৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও