কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘হ্যান্ডশেক এড়াতে’ মেয়রপ্রার্থী ডা. শাহাদাতের ওয়েবসাইট

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে নির্বাচনী প্রচারে ভিন্ন পদ্ধতি চালু করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। হাত মেলানো ও সংস্পর্শ এড়িয়ে প্রচার চালাতে ওয়েবসাইট চালু করেছেন এই প্রার্থী। মঙ্গলবার দুপুরে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ওয়েবসাইটের (www.drshadat.com) আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় ডা. শাহাদাত বলেন, নির্বাচনী প্রচারের সময় আমরা যেভাবে জনগণের কাছে যাই, তারাও আমাদের কাছাকাছি আসেন; কোলাকুলি, হ্যান্ডশেক করতে হয়। এগুলো অ্যাভয়েড করার জন্যই সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভ করছি। তিনি বলেন, সব মিলিয়ে প্রচারটা অন্যভাবে আমরা করতে চাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচারটা চট্টগ্রাম নয় শুধু সারাদেশের মানুষের কাছে চলে যাবে। পেশায় চিকিৎসক এ মেয়রপ্রার্থী বলেন, সর্দি কাশি জ্বর হলেই যে করোনাভাইরাস হয়ে যাবে এরকম ভেবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সতর্কতা অবলম্বন করতে হবে। পানি বেশি খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতি জনগণের ওপর নির্ভরশীল। জনগণের ওপর আস্থা নিয়ে রাজনীতি। একটি গণতান্ত্রিক দলের যে চিন্তা ভাবনা প্রত্যাশা তা হলো জনগণ। তাই আমাদের সঙ্গে জনগণের সম্পর্কের একটি মাধ্যম হলো ওয়েবসাইট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন