দূরপাল্লা বাসে টিকিট সংকট, বাড়তি ভাড়ার অভিযোগ
বার্তা২৪
প্রকাশিত: ১৭ মার্চ ২০২০, ১৫:০৯
রাজধানীর গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল টিকিট কাউন্টারগুলোতে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। বাস আছে কিন্তু টিকিট নেই। আর এ সুযোগে পরিবহন মালিকেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ করেই সোমবার (১৬ মার্চ) বিকেল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গমুখী বাসের যাত্রীদের চাপ বেড়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালের দিকে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, শত শত যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোর থেকেই বাসের জন্য অপেক্ষা করছেন তারা। কেউ টিকিট না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারগুলোতে অপেক্ষা করছেন। আবার যে সব পরিবহনে টিকিট বিক্রি হচ্ছে খোঁজ নিয়ে জানা যায়, তারা টিকিটের মূল্য যাত্রীদের থেকে বাড়তি আদায় করছেন।'