![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2020/03/17/image-290053-1584432289.jpg)
এইচআইভির ওষুধে সেরে উঠলেন করোনা রোগী!
যুগান্তর
প্রকাশিত: ১৭ মার্চ ২০২০, ১৪:০৩
ভারতের জয়পুরে করোনাভাইরাসে আক্রান্ত এক ইতালীয় দম্পতির শরীরে এইচআইভির ওষুধ প্রয়োগে সুস্থ হয়ে উঠেছেন। চলতি মাসের শুরুতে এই দম্পতি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন বলে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে।