করোনা নিয়ে লড়াই করা চিকিৎসকদের জন্য রোমে বিনামূল্যে ট্যাক্সিসেবা
এনটিভি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২০, ১৩:১০
ইতালিকে বিধ্বংসী করোনাজনিত কোভিড-১৯ রোগ থেকে বাঁচানোর লড়াইয়ে সম্প্রতি ইতালীয়রা তাঁদের বারান্দায় দাঁড়িয়ে দেশটির চিকিৎসক, সেবিকা ও চিকিৎসা পেশাদারদের প্রশংসা করেছিলেন, যা এখনো অব্যাহত রয়েছে। এবার তাঁদের হাসপাতালে পৌঁছে দিতে ট্যাক্সি ড্রাইভাররা আরো কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্যাক্সি সংস্থাগুলো বিশেষ করে শিশুদের জন্য তৈরি ‘বাম্বিনো জিসু’ হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে রাইড দেওয়ার পরিকল্পনা করেছে। ইতালিতে করোনাভাইরাস চিকিৎসার অন্যতম স্প্যালানজানি হাসপাতাল। সেখানে ৫০ জন রোমান ড্রাইভারের একটি দল তাঁদের গাড়িগুলোতে কেবল চিকিৎসককে বিনামূল্যে পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষেবায় অংশ নেওয়া যেকোনো চা