![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/02/23/12072346947b95221667bee3611e65e0-5e528c3355bb4.jpg?jadewits_media_id=1511786)
মঙ্গলবার থেকে ডাকঘর সঞ্চয়ে সুদ হার আগেরটাই
প্রথম আলো
প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ২১:৪৭
কাল মঙ্গলবার থেকে ডাকঘর সঞ্চয় স্কিমের সাধারণ ও মেয়াদি আমানতের সুদের হার আগের অবস্থানে ফিরে যাবে। এ বিষয়ে আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি প্রজ্ঞাপন জারি করেছে। সে হিসেবে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেক কমিয়ে গত ১৩ ফেব্রুয়ারি আইআরডি যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা আর কার্যকর থাকল না।