মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় বাড়িতে ডেকে নিয়ে যুবককে হত্যা
মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামে কালাম হাওলাদার নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহত কামাল হাওলাদার উপজেলার ঘটকচর গ্রামের সরল হাওলাদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালাম হাওলাদার বিদেশ যাওয়ার জন্য একই এলাকার টুকু মোল্লাকে টাকা দেন। দীর্ঘদিন পার হলেও বিদেশ নিতে পারেনি টুকু মোল্লা। পরে সেই টাকা ফেরত পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে চাপ দিয়ে আসছিলেন কালাম। গতকাল রোববার রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে টুকু মোল্লার তাঁর বাড়িতে ডেকে নেন কামালকে। পরে আজ সোমবার দুপুরে টুকু মোল্লার বাড়ি থেকে কালামের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কালামের বাবা ব
- ট্যাগ:
- বাংলাদেশ
- যুবককে পিটিয়ে হত্যা
- মাদারীপুর