কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খোলা ড্রেনে মশার গিজগিজ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ১৫:৪২

শীত যেতেই শুরু হয়েছে ফরিদপুর শহরজুড়ে মশার উপদ্রব। খোলামেলা ড্রেন থাকায় গিজগিজ করছে মশা। এতে নির্দিষ্ট কোনো স্থানে বেশিক্ষণ থাকা যায় না। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ।গেল বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় চার হাজারেরও বেশি মানুষ। যদিও ফরিদপুর পৌর মেয়র দাবি করছেন, মশা নিধনে তারা যথেষ্ট তৎপর রয়েছেন।শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রসহ বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সড়কের পাশে ড্রেন ও ডোবাসহ নানা স্থানে জমে থাকা পানিতে মশার ভয়াবহ বিস্তার ঘটছে। এসব স্থানে তৈরি হচ্ছে মশার লার্ভা।ওষুধ ব্যবসায়ী নিশান মাহমুদ বলেন, শহরে ড্রেন সংস্কারের কাজ হচ্ছে। এতে ড্রেনের ময়লা আবর্জনাযুক্ত উন্মুক্ত পানিতে গিজগিজ করছে মশা। ড্রেনের ময়লা-দুর্গন্ধযুক্ত পানি পরিষ্কার করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও