সত্যিই কি সাপের কামড়ে মৃত্যু হয় রানি ক্লিওপেট্রার?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ১১:৫৩
ক্লিওপেট্রা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দরী এবং দাপুটে এক রানির প্রতিচ্ছবি। যে শুধু তার রূপেই নয় বরং গুণ দিয়েও সবাইকে মুগ্ধ করেছিলেন। তার রূপে হাবুডুবু খেতেন সে সময়ের রাজা-বাদশাহ, অধিপতিরা। ক্লিওপেট্রার জীবন-ধারণ এমনকি তার মৃত্যু নিয়েও অনেক রহস্য রয়েছে। অনেকের ধারণা, তার মৃত্যু হয়েছিল সাপের কামড়ে। তবে এর সত্যতা কতটুকু?