![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/judge-archana-jpg_1200x900xt-2003160527.jpg)
আদালতের পিয়ন ছিলেন বাবা, সেই আদালতেই জজ হলেন মেয়ে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ১১:২৭
বাবার হাত ধরে ছোট্ট পা ফেলে কোর্টে গেছেন অনেকবার। বাবার জীবন সংগ্রাম দেখে ছোট্ট শিশুটি বড় সিদ্ধান্ত নেয়। সারাজীবন বাবা যাদের পিছনে দাঁড়িয়ে নীরবে কাজ করেছেন একদিন তাদের মতো হয়ে বাবার কষ্ট দূর করবেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আদলত
- জজ নিয়োগ
- ভারত