করোনায় আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে

ইত্তেফাক প্রকাশিত: ১৬ মার্চ ২০২০, ০০:৫২

বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি দেশে নতুন করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে। গতকাল রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, ১৪১টি দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৭০০-এর বেশি মানুষের। ইতিমধ্যে প্রায় ৭৪ হাজার মানুষ সেরে উঠেছেন। এদিকে করোনার বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিভিন্ন দেশ। ইতালির মতো বিধি-নিষেধ আরোপ করেছে স্পেন ও ফ্রান্স। বিদেশ থেকে ফেরা সবাইকে ‘সেলফ-আইসোলেশন’ এ যাওয়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ইউরোপের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার পর বিপুলসংখ্যক মার্কিনি ফিরতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে এ কারণে বিশৃঙ্খলা দেখা গেছে। খবর :বিবিসি, সিএনএন ও আল-জাজিরার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত