কাঠগড়ায় বাবাকে দেখে কাঁদলেন মিলা
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ মার্চ ২০২০, ১৮:৪০
                        
                    
                আদালতের কাঠগড়ায় বাবাকে দেখে অপমানে কাঁদলেন মিলা। আদালত থেকে বাসায় ফিরে ‘লজ্জিত হও’ শিরোনামে লিখলেন কবিতা। কবিতাটি নিজের ফেসবুকে পোস্টও করেছেন। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ রোববার দুপুরে জানালেন, বাবার অপমান সইতে না পেরে কবিতার আশ্রয় নিয়েছেন তিনি। বললেন, কবিতা এমনই একটা মাধ্যম, যা দিয়ে অনেক কিছুই বলা যায় অকপটে। প্রচণ্ড ক্ষোভ, যন্ত্রণা, লজ্জা, অপমান থেকে কবিতাটি লিখেছি।
- ট্যাগ:
 - বিনোদন
 - কাঠগড়া
 - কাঁদলেন
 - মিলা ইসলাম
 - ঢাকা