জানালার ফাঁক দিয়ে বাবার লাশ দেখে কাঁদলেন ছেলে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ মার্চ ২০২০, ১৮:২০

পড়ে গিয়ে গুরুতর অসুস্থ শরীরে হাসপাতালে ভর্তি হন বাবা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বৃদ্ধ বাবাকে দেখতে সুদূর কাতার থেকে দেশে ফেরেন প্রবাসী ছেলে লিনো। তবে দেশে আসার পরও বাবাকে জীবিত অবস্থায় দেখতে পারেনি ছেলে। অবশেষে মৃত বাবাকে বাড়িতে নেয়ার সময় জানালার ফাঁক দিয়ে লাশ দেখে কাঁদলেন এ প্রবাসী ছেলে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। বাবার শেষকৃত্যে ভিডিও কলের মাধ্যমে উপস্থিত ছিলেন লিনো। কারণ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে প্রবাসফেরত লিনোকে রাখা হয়। অথচ একই হাসপাতালে বাবা ও ছেলে ছিলেন। কিন্তু একটুখানি দূরত্বকে হাজার হাজার মাইলের মতো দূরত্ব সৃষ্টি করলো করোনাভাইরাস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিভি জানায়, অচেতন অবস্থায় পড়ে গুরুতর অসুস্থ কাতার প্রবাসী লিনো আবেলের বাবা হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে বাবাকে দেখতে দেশে ছুটে আসেন লিনো। ৮ মার্চ ফেরার পরই কাশি হচ্ছিল। তাই হাসপাতালের শরণাপন্ন হন তিনি। তাকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। একই হাসপাতালে ভর্তি ছিলেন লিনোর বাবা। পরদিন লিনোর বাবা হৃদরোগে মারা যান। একই হাসপাতালে থাকা সত্ত্বেও জন্মদাতা বাবাকে দেখতে পারেননি প্রবাসী ছেলে। বাবার মৃত্যুর পরও সরাসরি বাবার লাশ দেখতে দেয়া হয়নি তাকে। তাই জানালার ফাঁক দিয়ে বাবার লাশ নেয়ার দৃশ্য দেখে কাঁদলেন লিনো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও