১৬ মার্চ থেকে করোনাআক্রান্ত দেশের ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাস উপদ্রুত দেশ থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। এ সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১৬ মার্চ বেলা ১২টা ১ মিনিট থেকে। আজ রোববার রাজধানীতে বিআইআইএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।তিনি বলেন, আমরা এরই মধ্যে ভারতীয় নাগরিকদের প্রবেশ বন্ধ করে দিয়েছি। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হবে।এর আগে গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি সাক্ষাতের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৩১ মার্চ পর্যন্ত বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, মোট চারটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.