
জল-জঙ্গল সবখানেই সভ্যতার অস্তিত্ব বিস্তার করতে গিয়ে আমরা বিবর্তনবাদ আর বাস্তুতন্ত্রের মৌলিক সূত্রগুলো ভুলতে বসেছি। আমাদের মেকি উন্নয়নের রাজসূয় যজ্ঞের বলি হচ্ছে নিরীহ বন্য প্রাণী। উন্নয়নের নেশায় আত্মমগ্ন ক্ষমতাধরদের কাছে এই সব কথা যে নিতান্ত অর্থহীন আপ্তবাক্য, তার সর্বশেষ উদাহরণ দেখা যাচ্ছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। সেখানে ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের নামে...
- ট্যাগ:
- মতামত
- অবকাঠামো উন্নয়ন
- মেীলভীবাজার