কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্ক কি আবারও সেনা–অভ্যুত্থানের মুখে?

প্রথম আলো রাহুল আনজুম প্রকাশিত: ১৫ মার্চ ২০২০, ০৮:৩১

সেনা–অভ্যুত্থান আর তুরস্ক, একে ওপরের প্রতিচ্ছবি। গত পাঁচ দশকে চারবার ক্ষমতা দখল করেছে তুরস্কের সেনাবাহিনী। প্রতিবারই মিলেছে পশ্চিমাদের সদয় সম্মতি। বেড়েছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। তবে ২০১৬ সালের গ্রীষ্মে তুরস্কের সেনাবাহিনীর মধ্যে দলবদ্ধ হওয়া ‘গুলেন মুভমেন্ট’ সদস্যদের সেনা–অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল জনতা। জয় হয়েছিল জনতার। সেনারা ফিরে গিয়েছিলেন ব্যারাকে। তবে সিরিয়ার গৃহযুদ্ধে তুরস্কের নাজুক অবস্থান, পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্ব আর দুর্বল অর্থনৈতিক অবস্থা তুরস্কে আবার সেনা শাসন ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জনপরিসরে সেনা-অভ্যুত্থানের গুঞ্জন বাড়ছে। সেই গুঞ্জনে আগুন ঢেলেছে মার্কিন থিংকট্যাংক র‍্যান্ড করপোরেশন। সাম্প্রতিক প্রকাশিত র‍্যান্ড করপোরেশনের তুরস্ক-সম্পর্কিত প্রতিবেদনে তুরস্কে আবার সেনা শাসন ফিরে আশার সম্ভাবনার কথা বলা হয়েছে। মার্কিন মালিকানাধীন র‍্যান্ড করপোরেশন মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের রাজনৈতিক গতিধারা পঠনে সুবিখ্যাত। র‍্যান্ডের আফগান আর ইরাক যুদ্ধ-সম্পর্কিত প্রতিবেদনগুলো মনোযোগ কেড়েছিল সবার। বিশেষ করে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ–পরবর্তী সময়ে মুসলিম বিশ্বে মিত্র বাছাইয়ে পেন্টাগনকে সহায়তা করেছিল তারা, যা মুসলিম বিশ্বে রাজনৈতিক আন্দোলনের গতিধারা বদলে দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও