কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জ্বর থাকায় ৪৫ বাংলাদেশিকে ভারতে ঢুকতে বাধা

সমকাল প্রকাশিত: ১৪ মার্চ ২০২০, ১৮:২৯

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৪০ থেকে ৪৫ বাংলাদেশিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। তাদের সীমান্ত থেকেই দেশে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার ভারতে যেতে আগ্রহী ওই ব্যক্তিদের প্রায় সবারই শরীরেই জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট দেখা দেয়; যা করোনার উপসর্গ বলে বিবেচিত। কর্মকর্তারা তাদের সীমান্তে আটকে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পিটিআই বলছে, সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে না পারা সবার কাছেই বৈধ কাগজপত্র রয়েছে বলে তারা জানিয়েছেন।পশ্চিম ত্রিপুরার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সংগীতা চক্রবর্তী জানান, ৪০ থেকে ৪৫ বাংলাদেশিকে সীমান্তে চেকপোস্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে; তাদের কারো কারো জ্বর, কারো ঠাণ্ডা এবং কারো শ্বাসকষ্ট দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও