করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কারফিউ জারি করা হয়েছে। মেট্রো ম্যানিলার ১৬টি শহরে শনিবার রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিভিন্ন শপিংমলগুলোকে এক মাসের জন্য বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ কমাতেই এমন ঘোষণা দেয়া হয়েছে। দেশটিতে নতুন করে ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৪। অপরদিকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ছয়জন। দেশের স্বাস্থ্যগত জরুরি অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। তিনি রাজধানীজুড়ে কোয়ারেন্টাইন ব্যবস্থা জারি করেছেন। ফিলিপাইনে বর্তমানে ১ কোটি ২০ লাখ মানুষের বসবাস। এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটির মহাব্যবস্থাপক জোসে আরতুরো গার্সিয়া বলেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে আমাদের লোকজনের চলাচলে সীমাবদ্ধতা আনতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.