উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্পে ভূতের দল নাপিতের বাড়িতে গোলা বানিয়ে তাতে ধামা ধামা ধান ঢেলে ভরিয়ে দিয়েছিল। এর জন্য নাপিতকে ভূতদের টাকাপয়সা দিতে হয়নি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অতি সম্প্রতি একই ধরনের শ খানেক ভূতের উদয় হয়েছে। তবে এই ভূতেরা কোনো নাপিতের গোলায় ধান ঢালেনি। ঢেলেছে সরকারি গুদামে। এর জন্য বাজারদরের চেয়ে প্রায় দ্বিগুণ দাম তারা নিয়ে বাতাসে মিলিয়ে গেছে। প্রথম আলোর খবরে দেখা যাচ্ছে,...
- ট্যাগ:
- মতামত
- কৃষক
- অস্তিত্ব সংকট
- ধান বিক্রি
- ঝিনাইদহ