![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F14%2Fbil-gates.jpg%3Fitok%3D98-tauOe)
মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
এনটিভি
প্রকাশিত: ১৪ মার্চ ২০২০, ১০:৩০
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়িয়েছেন এর সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা খাতসহ মানবহিতৈষী কাজে সময় দিতে চান জানিয়ে মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম ধনী এই ব্যবসায়ী। অপর ধনাঢ্য ব্যবসায়ী ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ের পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়িয়েছেন ৬৫ বছর বয়সী বিল গেটস। বিশ্বখ্যাত সাময়িকী ফোবর্স-এর করা বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পরই শীর্ষ দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। বিল গেটসের সম্পদের পরিমাণ উল্লেখ কর