You have reached your daily news limit

Please log in to continue


এ যেন পাড়ার ক্রিকেটের বল কুড়ানো (ভিডিও)

বড়সড় এক ছক্কা হলো, গ্যালারিতে আছড়ে পড়লো বল। এরপর সেটি খুঁজতে খুঁজতে জীবন শেষ। পাড়ার ক্রিকেটে এমন ঘটনার সাক্ষী কে না হয়েছেন? কিন্তু আন্তর্জাতিক একটা ম্যাচে কি এমনটা কখনও দেখেছেন কেউ? অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি অনেকগুলো বিরল, কখনওবা হাস্যকর ঘটনার জন্ম দিল। যার পেছনে বড় হাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের। ভাইরাসের প্রাদুর্ভাবে ম্যাচটি 'ক্লোজ ডোর' করার সিদ্ধান্ত হয়। যেখানে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু ক্রিকেট মাঠে দর্শক যে শুধু নিজের দলকে উৎসাহই দেন না, আরও কিছু কাজও তারা করেন, সেটি হারে হারে টের পেলেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। গ্যালারিতে কোনো দর্শক ছিল না। ছিল শুধু চেয়ারগুলো। অস্ট্রেলিয়া ইনিংস চলার সময় একবার দেখা গেল, বল ছক্কা হওয়ার পর সেই গ্যালারির চেয়ার থেকে সেটি কুড়িয়ে আনছেন কিউই ফিল্ডার লুকি ফার্গুসন। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস চলার সময় তো ঘটলো আরও বিপত্তি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন