![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/13/bec58da9627d59d7a44aa42a03baf8e1-5e6bb747c1f6b.jpg?jadewits_media_id=1517071)
স্ত্রী ও সন্তান নিয়ে প্রথমবার সেন্ট মার্টিনে নায়ক
প্রথম আলো
প্রকাশিত: ১৩ মার্চ ২০২০, ২২:৩৮
বিয়ে করলেও এত দিন লুকিয়ে বেড়াতে যেতে হতো চিত্রনায়ক সাইমনকে। সন্তানদের কথা ভেবে কদিন আগে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এরপর থেকে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। স্ত্রী, সন্তানসহ সেন্ট মার্টিনে বেড়ানো সাইমনকে তাঁর ফেসবুকে আপলোড করা ভিডিওতে তেমনটাই দেখা গেছে। সাইমনও জানালেন, ‘আমি মুক্ত, আমি স্বাধীন। মনের আনন্দে ঘুরছি। এ এক অন্য রকম প্রশান্তি।’
- ট্যাগ:
- বিনোদন
- পরিবার
- বেড়াতে এসে
- কামার আহমাদ সাইমন
- ঢাকা