করোনা আতঙ্ক : বাংলাদেশ গেমস স্থগিত

এনটিভি প্রকাশিত: ১৩ মার্চ ২০২০, ১২:১৫

করোনাভাইরাস আতঙ্কে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস স্থগিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঘরোয়া ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রতিযোগিতাটি। বাংলাদেশ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, ‘এরই মধ্যে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস করেছে সরকার। আমাদের জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে সরে এসেছে সরকার, তাই আমরাও কিছুদিনের জন্য গেমসটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে নতুন তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন বিওএর এই কর্মকর্তা। তিনি বলেন, ‘জনসমাগম এড়িয়ে চলার জন্য নির্দেশনা দিয়েছে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও