দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশের সব মানুষকে জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশক বা ডিএনএ ডাটাবেজে অন্তর্ভুক্তের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ১০-২০ বছর ধরে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার নিয়ে এটি দ্রুত শুরুর সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি জাগো নিউজকে বিষয়টি জানান। তিনি বলেন, ডিএনএ ডাটাবেইজ থাকলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। বিশেষ করে ধর্ষণের মত নির্যাতন কমে যাবে। এছাড়া মৃত ব্যক্তির পরিচয় চিহ্নিতসহ নানা ধরনের কাজে এটির প্রয়োজন হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.