![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/12/7361f268818372d815e0802274858294-5e69f61b9d783.jpg?jadewits_media_id=1516672)
পাকিস্তানে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের প্রশংসায় এই ইংলিশ ক্রিকেটার
প্রথম আলো
প্রকাশিত: ১২ মার্চ ২০২০, ১৪:৪১
পাকিস্তান সফরে নিরাপত্তার প্রশ্ন তুলে দেশটির প্রতি একটু অবিচারই করা হয়ে বলে মনে করেন মঈন আলী পাকিস্তান সফর? বেশির ভাগ দলই আগে নিরাপত্তার কথা ভেবে থাকে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিমবাসে বোমা হামলার পর থেকেই এই অবস্থা চলছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ এর মধ্যে পাকিস্তান সফরে গেলেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলগুলো বরাবরই এড়িয়ে গেছে। যদিও ইংল্যান্ডেরই অলরাউন্ডার মঈন আলী মনে করেন, পাকিস্তানে নিরাপত্তা...