You have reached your daily news limit

Please log in to continue


ক্যাশপ্রেম বাদ দিয়ে দেশপ্রেম বাড়াতে হবে: শিল্পমন্ত্রী

পণ্যে ভেজাল ঠেকাতে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের ক্যাশপ্রেম বাদ দিয়ে দেশপ্রেম বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কনফারেন্স রুমে সমকালের আয়োজনে নকল বা অবৈধ পণ্যের বিরুদ্ধে ‘নকল পণ্য কিনবো না, নকল পণ্য বেচবো না’ শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানের বিশেষ অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাধারণত দেখা যায় বড় বড় প্রতিষ্ঠানগুলো সব ধরনের পণ্য তৈরি করতে চায়। ফলে ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য বাজারে টিকে থাকা দায় হয়ে যায়। অনেক নামসর্বস্ব কোম্পানি নকল পণ্য বানানো শুরু করে। তাই বড় কোম্পানিগুলোর উচিত সব ধরনের পণ্য প্রস্তুত না করা। তিনি বলেন, কিছু কিছু পণ্য ছোট কোম্পানিগুলোর জন্য ছেড়ে দেওয়া উচিত। লাভের আশায় অধিক ক্যাশপ্রেম বাদ দিয়ে দেশপ্রেম বাড়ানো উচিত। বড় কোম্পনিগুলো সব পণ্য তৈরি করতে পারবে না এটা আইন করা দরকার।শিল্পমন্ত্রী বলেন, ভেজাল পণ্য ঠেকাতে সরকারের উপর সব দায়িত্ব ছেড়ে দিলে হবে না। বড় প্রতিষ্ঠানগুলোরও উচিত ভেজাল প্রতিরোধে নিজস্ব সক্ষমতা বাড়ানো, নিজস্ব টিম তৈরি করা।  তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতেও একসময় নকল ছিল, সেটা সারাতে অনেক সময় লেগেছে। সাদা কাপড় পড়া মানুষগুলো সাদা হলে দেশ থেকেও ভেজাল পণ্য একদিন উঠে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন