করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষের দুটি আয়োজনই স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি তাই নির্ধারিত সময়ে হচ্ছে না। স্থগিত করা হয়েছে এআর রহমানের কনসার্টও। সঙ্গে এপ্রিলে পাকিস্তান সফরে দল না পাঠানোর চিন্তা করছে বিসিবির নীতি নির্ধারকরা।করোনার প্রভাবে এপ্রিলে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি আগেই চিন্তায় ছিল বোর্ডের। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাও এমন ইঙ্গিতই পাওয়া যায়। পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিসিবির পক্ষ থেকে বিষয়টি ইমেইল করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে।পাকিস্তানে বুধবারের খবর অনুযায়ী, ২০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই আবার সিন্ধু প্রদেশের। আর সিন্ধু প্রদেশের সবচেয়ে বড় শহর করাচি। তৃতীয় দফায় পাকিস্তান সফরে বাংলাদেশ যে একমাত্র ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি খেলবে তা আবার করাচিতে। এপ্রিলের ওই সফর নিয়ে তাই বোর্ডকে চিন্তা করতেই হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.