You have reached your daily news limit

Please log in to continue


ড্রেন খুঁড়তে গিয়ে তিতাসের গ্যাস লাইনে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ (এমসি বাজার) এলাকায় ড্রেন খননের সময় এসকেভেটরের আঘাতে তিতাসের গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার রাম প্রসাদ পাল জানান, মহাসড়কের পাশে ড্রেন খননের জন্য এসকেভেটর দিয়ে কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ লাইনে আঘাত লাগে। এতে আগুনের সৃষ্টি হয়। পাশে একটি কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার অনেকটা ঝুঁকি ছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগুন লাগার এক ঘণ্টা পরও তিতাস কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেনি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আগুনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন