![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F11%2Fairin.jpg%3Fitok%3DofkBchm1)
চিত্রনায়িকা আইরিনের ‘ধোঁকা’
এনটিভি
প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ১৫:৫৫
মডেল-অভিনেত্রী আইরিন সুলতানা চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজেও। অনন্য মামুন পরিচালিত ‘ধোঁকা’ নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। আগামীকাল বৃহস্পতিবার ওয়েব সিরিজটি ইউটিউবে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। আইরিন বলেন, “আমি আসলে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাই। সময়োপযোগী কাজ সব সময় আমাকে আনন্দ দেয়। এখন অনেক ভালো মানের ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। সুন্দর লোকেশনে, দারুণ কিছু গল্প নিয়ে আমরা কাজ করেছি। ‘ধোঁকা’র গল্প অনেক সুন্দর। না দেখলে বোঝা যাবে না। সিরিজটি আগামীকাল রিলিজ হবে। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।” ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা।