![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020March/bg/BG_SM20200311093849.jpg)
শিমুল ডালে বুলবুলি
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ০৯:৩৮
ঢাকা: বুলবুলি পাখি দেখলেই সবার ছোটবেলার ছড়ার গান মনে পড়ে যায়, গানটি হলো বুলবুল পাখি ময়না টিয়ে, আয় না যা না গান শুনিয়ে.......। বসন্তের মাঝামাঝিতে না গরম না শীত। ঠিক এই সময়ে বসন্তের বার্তা নিয়ে গাছে গাছে শিমুল ফুলের সমারোহ। ফাল্গুনেই লাল টকটকে শিমুল ফুলে ভরে গেছে প্রকৃতি। পাখিরাও যেন সেই প্রকৃতির ছোঁয়া নিচ্ছে। তাই শিমুল ফুলের কাছে বেশিই কদর বেড়েছে বুলবুলি পাখির।