করোনায় স্বস্তিতে চীন, বন্ধ হলো উহানের সব অস্থায়ী হাসপাতাল
এনটিভি
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৯:০৫
চীনে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে হুবেই প্রদেশের উহান শহরে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার পর এখন অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা কমে এসেছে ১৭ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র ১৯, যা আগের তুলনায় অনেক কম। এর মধ্যে উহান শহরে ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে চীনে প্রতিদিনই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।