করোনার আশঙ্কায় সীমান্ত হাট বন্ধ
প্রথম আলো
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৮:৫২
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তহাট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুই দেশের স্থানীয় প্রশাসন ও হাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।ছাগলনাইয়ার সীমান্তবর্তী মোকামিয়া গ্রাম ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রী নগর গ্রামের মধ্যকার ‘বাংলাদেশ-ভারত সীমান্তহাট’। প্রতি মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের কয়েক হাজার মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনার জন্য হাঁটে সমবেত হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের বলেন, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান গতকাল সোমবার ওই সীমান্ত হাট পরিদর্শন করেন।