করোনার তথ্য জানাতে নতুন ৮ হটলাইন নম্বর দিয়েছে আইইডিসিআর
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৮:২৫
করোনাভাইরাস (কোভিড-১৯) সংশ্লিষ্ট তথ্য জানাতে আরও আটটি হটলাইন নম্বর যোগ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ মঙ্গলবার দুপুরে হটলাইনে নতুন এসব নম্বর যুক্ত করা হয়। নতুন নম্বরগুলো হলো, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪ ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩ ও ০১৪০১১৮৪৫৬৮। এর আগেও চারটি নম্বর দিয়েছিল আইইডিসিআর। সেগুলো হলো, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬২৬৩ নম্বরেও কল করে কোভিড-১৯ সংক্রান্ত তথ্য জানা যাবে। আইইডিসিআর জানায়, যারা আক্রান্ত দেশ থেকে ভ্রমণ করে এসেছেন এবং যাদের মধ্যে করোনার লক্ষণ যেমন…