কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যাত্রীদের চাপে শাহজালালের তৃতীয় থার্মাল স্ক্যানারটিও বিকল

সমকাল প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৫:৩৮

যাত্রীদের অতিরিক্ত চাপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় থার্মাল স্ক্যানারটিও বিকল হয়ে গেছে। তিনটি স্ক্যানারের মধ্যে আগে থেকেই দু’টি বিকল ছিল। সর্বশেষ সচল স্ক্যানারটি সোমবার রাতে বিকল হয়ে যায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ তথ্য জানিয়ে বলেন, স্বাস্থ্য অধিদফতরকে বিষয়টি জানানো হয়েছে। তারা কর্মকর্তাদের পাঠালে এটি ঠিক করা হবে। তিনি বলেন, সিঙ্গাপুর-থাইল্যান্ডসহ ছয় দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের শরীরে এ ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া গেলেই তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে- এমন নির্দেশনার পর শাহজালালে যাত্রীদের ভিড় বেড়ে গেছে। আর এ কারণেই সোমবার রাত ভিড়ের চাপে থার্মাল স্ক্যানারটি ভেঙে যায়।করোনা, জিকা, ইবোলা ও নিপাহসহ অনেকগুলো সংক্রামক ব্যাধির প্রাথমিক লক্ষণ জ্বর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও