বাঙ্গির পচন রোগ বাছাই করবে ‘মলিকিউলার মার্কার’
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৫:২৪
বাঙ্গি গ্রীষ্মকালের সুস্বাদু একটি ফলা। আমাদের দেশের উল্লেখযোগ্য ফলগুলোর মধ্যে অন্যতম বাঙ্গি। দেশের প্রায় সব জায়গাতেই কমবেশি বাঙ্গির চাষ হয়ে থাকে। বাংলাদেশে গ্রীষ্মকালে বাঙ্গির চাষ হয়ে থাকে। বাঙ্গি কাঁচা অবস্থায় সবুজ থাকে তখন সবজি হিসেবে খাওয়া যায় এবং পাকলে হলুদ রঙের হয়।একটু বেশি পেকে গেলে বাঙ্গি সহজে ফেটে যায়।বাঙ্গিতে রয়েছে অনেক খাদ্য পুষ্টি। বাঙ্গি আমাদের দেহকে অনেক সতেজ রাখতে সাহায্য করে থাকে।