ধানক্ষেতে মুখ দিতেই সব হাঁস মরে সাফ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৪:৪৯
কীটনাশক দেয়ার সময় তিনি কাউকে জানাননি। কিছুক্ষণ পর তার প্রায় দুইশ খাকি ক্যাম্বেল জাতের পাতিহাঁস ওই ক্ষেতে যায়। একপর্যায়ে একে একে ১৭১টি হাঁস মারা যায়। বাকিগুলোকে ভ্যাকসিন দিয়ে সুস্থ করা হয়। এতে তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে...