টিউলিপ ফুটছে এ দেশে
প্রথম আলো
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৩:৫০
ফুলবিজ্ঞানী ড. কবিতা-আনজু-মান আরা পাঁচ বছর ধরে এ দেশে টিউলিপ ফুল ফোটাচ্ছেন। অবশ্য সবই গবেষণার জন্য। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই বিজ্ঞানী এ বছরও ফুটিয়েছেন নানা রঙের বাহারি টিউলিপ ফুল। সেই ফুল দেখতে তাঁর আমন্ত্রণে সেখানে গিয়ে প্রথম দেখা হলো দেশে ফোটা টিউলিপের সঙ্গে। আহা কী রূপ! টকটকে লাল, কমলা আর হলুদ রঙের ফুলগুলো যেন বাংলাদেশের মাটিতে তাদের বিজয়বার্তা ঘোষণা করছে। এর মানে এ দেশেও