একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যোদ্ধাদের অনুপ্রেরণা জোগানো ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জাতীয় অনুষ্ঠান, সভা, সমাবেশে প্রত্যেকের বক্তব্যের শেষে জয় বাংলা বলারও নির্দেশনা দিয়েছেন আদালত। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে শিক্ষক-শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ বলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।