উপ-প্রধানমন্ত্রী ছাড়াই মালয়েশিয়ার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা
এনটিভি
প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১০:৫৫
মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম উপ-প্রধানমন্ত্রী ছাড়াই মন্ত্রিসভা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তবে চারজন জ্যেষ্ঠ মন্ত্রী রেখেছেন তিনি। শ্রমমন্ত্রী হয়েছেন ফাদিল্লাহ ইউসুফ। গতকাল সোমবার মন্ত্রিপরিষদের সম্ভাব্য নাম নিয়ে সে দেশের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। এরপর দীর্ঘ আলোচনা শেষে রাজার কার্যালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এদিন সকাল থেকে দীর্ঘ অপেক্ষায় টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতি অধীর আগ্রহে ছিলেন মালয়েশিয়ার নাগরিকরা। বিকেল ৫টায় গিয়ে সেই জল্পনার অবসান হয়। প্রথমে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জ্যেষ্ঠ চার মন্ত্রীর নাম প্রকাশ করেন। পরে সবার না