কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কর্মস্থলে যৌন হয়রানির প্রতিবাদে নিউইয়র্কে বাংলাদেশি নারীদের বিক্ষোভ

প্রথম আলো প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৪:৫৪

নিউইয়র্কের পরিচিত সোনা চান্দি জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে কর্মস্থলে যৌন হয়রানিসহ নানা অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক দিলীপ মালানীর বিরুদ্ধে নারী কর্মীদের শারীরিক, মানসিক ও যৌন হয়রানি, অশালীন ব্যবহার এবং ন্যায্য বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে। এসবের প্রতিবাদে বাংলাদেশিসহ সাউথ এশীয় অভিবাসী নারী কর্মীরা বিক্ষোভ করেন। ৮ মার্চ দুপুরে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিট সোনা চান্দি জুয়েলার্সের সামনে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিলটি ৩৭ অ্যাভিনিউ হয়ে ডাইভার্সিটি প্লাজায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগী বাংলাদেশি এক নারী কর্মী বলেন, ‘আমার ওয়ার্ক পারমিট না থাকায় ঘণ্টায় মাত্র ৩ থেকে ৪ ডলার বেতন দেওয়া হয়। সপ্তাহে সাত দিনই ১২ ঘণ্টা করে কাজ করতে হয়। চিকিৎসা ও থেরাপির জন্য সপ্তাহে মাত্র এক ঘণ্টা ছুটি চেয়েছি, মালিক সেটাও দেননি। নিচতলা থেকে তিনতলা পর্যন্ত প্রতিদিন অনেক ভারী বাক্স ওঠানামা করতে হয়।’ সমাবেশে তিনি অভিযোগ করেন, ‘মেয়েদের শরীর নিয়ে অকথ্য ও অশ্লীল ভাষায় কথা বলেন মালিক। সোনা চান্দির মালিক দিলীপ মালানী তাঁর অফিসে নিয়ে যৌন হয়রানি করতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে