প্রতিদিন পাখিদের মিলনমেলা বসে রোটক কড়ইয়ে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৩:৪৬
এক, দুই, তিন... এভাবে গুনতে গুনতে সারাদিন কেটে যাবে। তবুও গুনে শেষ করা যাবে না। মৌখিকভাবে স্বীকৃত যে, প্রতিদিন হাজারখানেক পাখি গাছটিতে বসেন। গাছের বয়সও কিন্তু কম নয়, চারশ’ বছরের বেশি। বলা হয়ে থাকে, বাংলার প্রথম রাজা শের শাহের আমলে গাছটি লাগানো হয়েছে। সেই থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একই দৃশ্যের দেখা মিলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাখির মিলনমেলা
- ফেনী