সন্তানদের পড়াতে কষ্ট হয় পারভীনের, দিনে পান ১০২ টাকা
এনটিভি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ২৩:০০
‘এক হাজিরায় ১০২ ট্যাকা পাই। এই ট্যাকা দিয়ে চলে না। বহু কষ্ট করে সংসার চালাতে হয় আমাদের। নিজে না খাইয়া ছেলেমেয়ের স্কুলের ট্যাকা দিতে হয়। মালিক বেতন বাড়ায় না। রোগ ব্যারাম হলে টাকার অভাবে দিন চলে না।’ গত শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘চা-শ্রমিক সমাবেশ’ শেষে কথাগুলো এভাবেই বলছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জের মমিনছরা চা বাগানের চা শ্রমিক পারভীন বেগম। পারভীন বেগমের মেয়ে শারমিন আক্তার সাইফুল চাকমিনা মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। আর ছেলে জাহিদ হাসান আশার আলো স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। তাদের দুজনের লেখাপড়ার খরচ বহন করতে খুব কষ্ট হয় তাঁর। পারভীন বেগম বলেন, ‘২০০৬ সাল থেকে এই চা বাগানে কাজ করি। প্রথমে হ