You have reached your daily news limit

Please log in to continue


টর্নেডোর ছোবলে লন্ডভন্ড অর্ধশত বসতঘর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি গ্রামের টর্নেডোর ছোবলে প্রায় অর্ধশত বসতঘর লন্ডভন্ড হয়েছে। শনিবার রাতে উপজেলার কমলাবাড়ি ইউপির বাদিয়া চওড়া গ্রামে টর্নেডো আঘাত হানে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকে আকাশ ঘন মেঘে ছেঁয়ে যায়। কিছুক্ষণ পর শুরু হয় ঝড়-বৃষ্টি। হঠাৎ টর্নেডো ছোবল মারে বাদিয়া চওড়া গ্রামে। এতে মুহূর্তে অর্ধশত বসতঘর, গাছপালা ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে গেছে অনেকের ঘরের মূল্যবান জিনিসপত্র। বৃষ্টিতে নষ্ট হয়েছে শিক্ষার্থীদের বই খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ইউএনও মনসুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে সহায়তার আশ্বাস দেন। ডিসি আবু জাফর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার বিতরণ করেন।  আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) মফিজুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, হঠাৎ টর্নেডোর আঘাতে ওই গ্রামে ৩৬টি পরিবারের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে সাতটি পরিবারে সম্পূর্ণ এবং ২৯ পরিবারের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের পুর্নবাসনে ত্রাণমন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন