You have reached your daily news limit

Please log in to continue


করোনা নিয়ে অবিশ্বস্ত উৎসের তথ্য শেয়ার না করার আহ্বান

করোনা ভাইরাস নিয়ে অবিশ্বস্ত বা যাচাই করা নয়– এমন উৎস থেকে তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।  রোববার (৮ মার্চ) ইউনিসেফ ঢাকা ও নিউইয়র্ক অফিস থেকে যৌথভাবে পাঠানো  এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস সম্পর্কিত ভুল তথ্য বিষয়ে ইউনিসেফের অংশীদারিত্ব বিষয়ক উপ-নির্বাহী পরিচালক শার্লট পেত্রি গোর্নিৎজকার এক বিবৃতিতে বলেছেন, বিশ্বজুড়ে মানুষ নিজেদের এবং তাদের পরিবারকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে। এ মুহূর্তে যা প্রয়োজন তা হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রস্তুতি। তিনি বলেন, যদিও অনেকে ভাইরাস এবং এর বিরুদ্ধে কীভাবে সুরক্ষিত থাকা যাবে সে সম্পর্কিত তথ্য শেয়ার করছেন, তবে এ তথ্যের মধ্যে সামান্যই উপকারি বা নির্ভরযোগ্য। স্বাস্থ্যজনিত সংকটের সময়ে ভুল তথ্য আতঙ্ক ও ভয় ছড়িয়ে দিতে পারে। ফলে মানুষ ভাইরাস থেকে অরক্ষিত থেকে যেতে পারে অথবা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও বেশি ঝুঁকিতে পড়তে পারে। ‘উদাহরণস্বরূপ, ইউনিসেফের সঙ্গে সম্পর্কিত দাবি করে সম্প্রতি বিশ্বজুড়ে বেশ কয়েকটি ভাষায় ছড়িয়ে পড়া একটি ভ্রান্ত অনলাইন বার্তায় অন্যান্য কিছু বিষয়ের সঙ্গে এটাও নির্দেশ করা হয় যে, আইসক্রিম ও অন্যান্য ঠাণ্ডা খাবার এড়িয়ে চললে তা এই রোগ ঠেকাতে সহায়ক হতে পারে। এটি অবশ্যই, পুরোপুরি অসত্য।’ ‘এ ধরনের মিথ্যাচার যারা সৃষ্টি করছেন তাদের প্রতি আমাদের সহজ একটি বার্তা হলো, থামুন। ভুল তথ্য শেয়ার করা এবং আস্থাভাজন অবস্থানে থাকা কারও নামের অপব্যবহার করে কর্তৃত্বের সঙ্গে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা বিপজ্জনক ও ভুল।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন