রং ফর্সাকারী ক্রিমে ত্বকের ক্ষতি
প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি- কথাটা সব ক্ষেত্রে সত্যি না হলেও এখনও নারীদের ক্ষেত্রে বিষয়টা বেদবাক্যের মতো আমাদের সমাজে প্রচলিত। আর এই ধারণাকে আশ্রয় করে চলছে ‘রং ফর্সা’ করা ক্রিমের ব্যবসা। অনেক আগে থেকেই বাজারে রং ফর্সাকারী ক্রিমের প্রচার ও ব্যবহার দেখা যাচ্ছিল। সম্প্রতি বেশ কিছু অনলাইন পেইজেও দেখা যাচ্ছে এই ধরনের পণ্য। এসব পণ্য ব্যবহারকারীদের সংখ্যাও চোখে পড়ার মতো বাড়ছে। একদল গায়ের রংকে কেন্দ্র করে নিজের অবস্থান মাপছেন আর অন্য একদল এই বিষয়কে ব্যবসার অংশ হিসেবে বেছে নিয়েছেন। ‘নারী হলেই তাকে ফর্সা হতে হবে, না হলে এই সমাজে তার কোনো মূল্য নেই’ এ বিষয়কে নারীরা আসলে কীভাবে দেখছেন তা জানতে চাওয়া হয় কয়েকজন নারীর কাছে। প্রত্যেকের উত্তরেই একটা সাদৃশ্য পাওয়া যায় আর তা হলে গায়ের রংকে মুখ্য না করে নিজের যোগ্যতা ও দক্ষতার প্রতি বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। ‘সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ’য়ের কমিউনিকেইশন অ্যান্ড মিডিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, “গায়ের রংয়ের চেয়ে ব্যক্তিত্ব আকর্ষণীয় হওয়াটা জরুরি। মানুষ হিসেবে তার কথাবার্তা, আচার-আচরণ ও ব্যবহার সুন্দর হওয়াটা প্রয়োজন বেশি। কারও ব্যক্তিত্ব সুন্দর ও আকর্ষণীয় হলে তা গায়ের রংকেও ছাপিয়ে যায়। তাই গায়ের রংয়ের প্রতি বেশি মনোযোগ দেওয়ার চেয়ে নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়া উচিত।”
- ট্যাগ:
- লাইফ
- রং ফর্সা করার ক্রিম