কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ফ্যামিলির আকর্ষণ নষ্ট করে ফেলছি’

প্রথম আলো প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ১০:০০

‘রাস্তাঘাটে বের হলেই শুনতে হয়, ‘ভাই, আমাদের ছেলেমেয়েদের কি মা–বাপ নেই? আমাদের ছেলেমেয়েরা কি এতিম?’ নাটকের গল্প থেকে পরিবার হারিয়ে যাওয়া প্রসঙ্গে কথাগুলো ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুনতে হয় অভিনেতা আবুল হায়াতকে। তিনি নিজেও এখনকার নাটকের এসব প্রবণতায় হতাশ, বিরক্ত।আবুল হায়াত বলেন, ‘আমরা বহুকাল আগে থেকে পরিবারের মধ্যে বসবাস করি। এখন সেগুলো আমাদের নাটকে দেখা যায় না। মানুষ মা–বাবা, পরিবারহীন নাটক দেখে ক্লান্ত। রাস্তায় মানুষের সঙ্গে দেখা হলেই ভক্তরা বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের কি মা–বাপ নেই। নাটকে তাঁদের এতিম দেখাচ্ছেন কেন। আমাদের ছেলেমেয়েরা কি এতিম?’ এখনকার টিভি নাটক মান হারিয়েছে। নাটকের গল্প থেকে দিনকে দিন পরিবার হারিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমাদের নাটকের বাজেট কম। যে কারণে নাটক থেকে শিল্পী বাদ দেওয়ার একটা রীতি তৈরি হচ্ছে। কীভাবে শিল্পী কমানো যায়, সবার নজর সেদিকে। বাজেট কম বলে শিল্পী বাদ দিতে দিতে আজ নাটকের এই দশা।’আবুল হায়াত মনে করেন এখনো পারিবারিক নাটক মানুষ পছন্দ করে। সেটা ইউটিউব খুললেই বোঝা যায়। আবুল হায়াত বলেন, ‘২০ থেকে ৩০ বছর আগের নাটক দেখলে বোঝা যায়, মানুষ পারিবারিক নাটক কত পছন্দ করেন। অথচ সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। ফ্যামিলি লাইফের প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট করে ফেলছি আমরা। এখন একটা বিচ্ছিন্নতাবাদী ধারণা চলে আসছে যে, আমি ছাড়া আর কেউ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও